২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তথ্যাদি
১. ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে:
ক. একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি ও তিনটি ফটোকপি;
খ. প্রশংসাপত্রের মূল কপি ও তিনটি ফটোকপি;
গ. পাসপোর্ট সাইজের তিনকপি ছবি;
ঘ. নিশ্চায়ন কপি;
ঙ. বিমান/নৌ/সেনা বাহিনীতে কর্মরত ব্যক্তিবর্গদের নিজ নিজ ইউনিট হতে প্রত্যয়নপত্র (অবসরপ্রাপ্তদের ক্ষেত্র পেনসন বইয়ের সত্যায়িত ফটোকপি) সম্পূর্ণ সিভিল ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য নয়।
২. ভর্তির কার্যক্রম চলবে: ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত।
আদেশক্রমে অধ্যক্ষ