Visit our College Website: www.bafsc.edu.bd and E-mail: bafshaheencollegectg@yahoo.com and update yourself. // ***বি এ এফ শাহীন কলেজ চট্টগ্রামে বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৮ নভেম্বর সকাল ১০টায় কলেজ ভবনে অনুষ্ঠিত হবে।সকল প্রার্থীকে সকাল ৯ টার মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।-অধ্যক্ষ বি এ এফ শাহীন কলেজ চট্টগ্রাম।*** //

Prospectus

* অবস্থান: বিএএফ ঘাঁটি জহুরুল হক, পতেঙ্গা, চট্টগ্রাম।

* ফোন: 2502047, 2501000 সম্প্র: 5570, 5571, 5572

* প্রতিষ্ঠা বর্ষ: 1978 (স্কুল শাখা-বাংলা ভার্সন), 1985 (কলেজ শাখা-বাংলা ভার্সন), 2006 (স্কুল শাখা-ইংরেজি ভার্সন) ও 2014 (কলেজ শাখা-ইংরেজি ভার্সন)

* শিক্ষার মাধ্যম: বাংলা ও ইংরেজি

* পাঠদানের সময়সূচি: 0800 হতে 1330 ঘটিকা পর্যন্ত

* শ্রেণি ও সংখ্যা: বাংলা ভার্সন: শিশু-দ্বাদশ-13টি ও ইংরেজি ভার্সন: শিশু-দ্বাদশ-12টি

* শাখা:                                       বাংলা ভার্সন     ইংরেজি ভার্সন

           শিশু-দ্বিতীয়  শ্রেণিতে        চারটি করে        একটি করে   

           তৃতীয়-দশম শ্রেণিতে        তিনটি করে       একটি করে

           একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সাতটি করে       দু্ইটি করে

* ছাত্র/ছাত্রী: 3337 জন

* শিক্ষক-শিক্ষিকা: 96 জন (কলেজ শাখা: 35 জন, স্কুল শাখা: 41 জন ও ইংরেজি ভার্সন কলেজ শাখা: 7 জন ও ইংরেজি ভার্সন স্কুল শাখা: 13 জন)

* বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা

* হাউজ: 4টি (বাশার, মাসুদ, হামিদ ও আনসার)

* শিক্ষাবর্ষ: শিশু থেকে দশম শ্রেণি : 01 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর ও েএকাদশ ও দ্বাদশ শ্রেণি 01 জুলাই থেকে 30 জুন

* ভর্তি ও বেতন নেওয়ার পদ্ধতি: শিক্ষার্থীদের অন-লাইনের মাধ্যমে ভর্তি ও বেতন পরিশোধ করতে হয়।

* শহর এলাকায় বসবাসরত ছাত্র-ছাত্রীদের কলেজে যাতায়াতের জন্যে কলেজ বাসের সুব্যবস্থা আছে

ক। বহদ্দারহাট টু শাহীন কলেজ (সকাল সাতটায় বহদ্দারহাট থেকে গাড়ী ছাড়ে)

খ। চক বাজার টু শাহীন কলেজ (সকাল সাতটায় চক বাজার থেকে গাড়ী ছাড়ে)

গ। কর্নেলহাট টু শাহীন কলেজ  (সকাল সাতটায় কর্নেলহাট থেকে গাড়ী ছাড়ে)

ঘ। টাইগার পাস টু শাহীন কলেজ  (সকাল সাড়ে সাতটায় টাইগার পাস থেকে গাড়ী ছাড়ে)