Visit our College Website: www.bafsc.edu.bd and E-mail: bafshaheencollegectg@yahoo.com and update yourself. // ***জেলা পর্যায়ে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ১৪ অক্টোবর ২০২০ এর মধ্যে সহকারী অধ্যাপক তসলিমা বেগম এর সাথে যোগাযোগের জন্য আহ্বান করা হচ্ছে । *** // ***“বঙ্গবন্ধু ও মানবাধিকার “ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রভাষক সাইফুল্লাহ বায়েজিদ স্যারের সাথে ১৩ অক্টোবর ২০২০ এর মধ্যে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে ।*** // ***২০২০ -২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শূন্য আসনে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নোটিশ ট্যাবে দেওয়া হয়েছে।*** //

ঐচ্ছিক কর্মকাণ্ডের বিবরণ

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-2020:

* আয়োজক: বাংলাদেশ শিশু একাডেমী, চট্টগ্রাম।

* স্থান: হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় (থানা পর্যােয়ে), চট্টগ্রাম শিশু একাডেমি (জেলা পর্যায়ে)

* তারিখ: 8-1-20 

* ফলাফল: থানা: প্রথম-42টি, দ্বিতীয়-8টি, তৃতীয়-3টি ও জেলা: প্রথম-1টি, তৃতীয়-1টি।

বিজ্ঞান মেলা-2020

* আয়োজক: BCSIR ল্যাবরেটরী, চট্টগ্রাম।

* স্থান: বালুছড়া, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম।

* তারিখ ও সময়: 24-26 জানুয়ারী 2020 সকাল 08:00 হতে রাত 6:00 পর্যন্ত

* প্রজেক্ট উপস্থাপন: 19টি

* অংশগ্রহণকারী ছাত্র-ছা্ত্রীর সংখ্যা: 38 জন।

* ফলাফল: প্রজেক্টে দ্বিতীয় স্থান ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় স্থান।

শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-2020:

* আয়োজক: থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, বায়েজিদ, চট্টগ্রাম।

* স্তরভিত্তিক অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা: ক) প্রাথমিক স্তর (প্রথম-পঞ্চম শ্রেণি): 10 জন, 

 খ) মাধ্যমিক স্তর (ষষ্ঠ-দশম শ্রেণি): 10 জন, গ) উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ-দ্বাদশ শ্রেণি): 10 জন

* স্থান: কাটাখালী আলীশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চট্টগ্রাম বন্দর কলেজ, বন্দর, চট্টগ্রাম।

* তারিখ: 16 ফেব্র ‍ুয়ারি 2020 (থানা পর্যায়ে), 20 ফেব্র ‍ুয়ারি 2020 (জেলা পর্যায়ে)

* ফলাফল: প্রাথমিক স্তরে থানা পর্যায়ে প্রথম স্থান ও জেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে।