ACADEMICS CURRICULAM

অধ্যয়নের বিষয়ঃ উচ্চ মাধ্যমিক

ক) বিজ্ঞান শাখাঃ

আবশ্যিক বিষয়ঃ বাংলা, ইংরেজী।

নৈর্বাচনিক বিষয়ঃ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, গণিত।

*পদার্থবিদ্যা ও রসায়ানবিদ্যা ছাড়া অন্যান্য বিষয়সমূহের মধ্য থেকে যে কোন একটি নৈর্বাচনিক ও একটি ঐচ্ছিক বিষয় হিসাবে নেয়া যাবে।

খ) মানবিক শাখাঃ

আবশ্যিক বিষয়ঃ বাংলা, ইংরেজী।

নৈর্বাচনিক বিষয়ঃ গুচ্ছ  ‘ক’ঃ অর্থনীতি, পৌরনীতি, ইস্লামের ইথাস, সমাজবিজ্ঞান

গুচ্ছ  ‘খ’ঃ যুক্তিবিদ্যা, ভূগোল, ইসলামি শিক্ষা, কম্পিঊটার শিক্ষা, সমাজবিজ্ঞান।

গুচ্ছ ক থেকে যে কোন দু’টি বিষয় নৈর্বাচনিক ও গুচ্ছ খ থেকে একটি নৈর্বাচনিক ও একটি ঐচ্ছিক বিষয় হিসেবে নেয়া যাবে।

গ) ব্যবসায় শিক্ষা শাখাঃ

আবশ্যিক বিষয়ঃ বাংলা, ইংরেজী।

নৈর্বাচনিক বিষয়ঃ গুচ্ছ  ‘ক’ঃ হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ।

গুচ্ছ  ‘খ’ঃ অর্থনীতি ও বানিজ্যিক ভূগোল, কম্পিঊটার শিক্ষা, পরিসংখ্যান, ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা।

গুচ্ছ ক এর যে কোন দু’টি বিষয় নৈর্বাচনিক ও গুচ্ছ খ থেকে যে কোন একটি বিষয় নৈর্বাচনিক ও একটি ঐচ্ছিক বিষয় হিসেবে নেয়া যাবে।

সকল শাখার ছাত্র / ছাত্রীদের ৪র্থ বিষয় অবশ্যই নিতে হবে এবং উক্ত বিষয়ের পরীক্ষা দিতে হবে।

অধ্যয়নের বিষয়ঃ মাধ্যমিক

বিষয়ঃ বাংলা, ইংরেজী, গণিত, ধর্ম শিক্ষা, সামাজিক বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান।

  • বিজ্ঞান শাখার জন্য সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য সাধারণ বিজ্ঞান প্রযোজ্য।

নৈর্বাচনিক ও ঐচ্ছিক বিষয়ঃ

ক) বিজ্ঞান শাখা-

গুচ্ছ কঃ নৈর্বাচনিক বিষয় (৩টি)ঃ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, উচ্চতর গণিত।

গুচ্ছ খঃ ঐচ্ছিক বিষয় (১টি)ঃ  উচ্চতর গণিত, জীববিজ্ঞান, কম্পিউটার শিক্ষা, কৃষি শিক্ষা।

খ) মানবিক শাখাঃ

গুচ্ছ কঃ নৈর্বাচনিক বিষয় (৩টি)ঃ ইতিহাস, ভূগোল, অর্থনীতি / পৌরনীতি।

গুচ্ছ খঃ ঐচ্ছিক বিষয় (১টি)ঃ  অর্থনীতি / পৌরনীতি / কৃষি শিক্ষা / গার্হস্থ্য অর্থনীতি / কম্পিঊটার শিক্ষা।

গ) ব্যবসায় শিক্ষা শাখাঃ

গুচ্ছ কঃ নৈর্বাচনিক বিষয় (৩টি)ঃ হিসাববিজ্ঞান, ব্যবসায় পরিচিতি, ব্যবসায় উদ্যোগ, বাণিজ্যক ভূগোল।

গুচ্ছ খঃ ঐচ্ছিক বিষয় (১টি)ঃ  বাণিজ্যক ভূগোল, ব্যবসায় উদ্যোগ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, কম্পিউটার শিক্ষা ।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার গুচ্ছ ‘ক’ থেকে যে বিষয়টি নির্বাচন করা হবে, গুচ্ছ ‘খ’ থেকে সে বিষয়টি ঐচ্ছিক হিসেবে নেয়া যাবে না।

অধ্যয়নের বিষয়ঃ নিম্ন মাধ্যমিক

কেজিঃ বাংলা, ইংরেজী, গণিত, সাধারণ জ্ঞান, ছবি আঁকা।

১ম-২য় শ্রেণীঃ বাংলা, ইংরেজী, গণিত, ধর্ম শিক্ষা, সাধারণ জ্ঞান, ছবি আঁকা।

৩য়-৫ম শ্রেণীঃ বাংলা, ইংরেজী, গণিত, ধর্ম শিক্ষা, পরিবেশ পরিচিতি (সমাজ), পরিবেশ পরিচিতি (বিজ্ঞান), ছবি আঁকা।

৬ষ্ঠ-৮ম শ্রেণীঃ বাংলা, ইংরেজী, গণিত, ধর্ম শিক্ষা, সমাজ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা/গার্হস্থ্য অর্থনীতি।

বেতন পরিশোধের সময়সীমাঃ

মাসিক বেতন প্রতিমাসের ১১ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় কলেজের নিয়মানযায়ী জরিমানা সহ বেতন পরিশোধ করতে হয়। পর পর দু’মাস পরিশোধ না করলে পুনঃ ভর্তি ফি সহ এক মাসের বেতনের সমপরিমাণ পাওনাদি আদায় করা হয়। পর পর তিনমাস বেতন পরিশোধ না করলে ছাত্র/ছাত্রীর নাম কাটা যায়।

উপস্থিতির হার

প্রতিটি বিষয়ে ৮০% উপস্থিতি ব্যতীত কোন ছাত্র/ছাত্রীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।

পরীক্ষা সংক্রান্তঃ

ক)পাস নম্বরঃ প্রতিপত্রে এবং গড়ে পাসের নম্বর নিম্নরূপঃ

কেজি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫০%

৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি  ৪০%

৯ম থেকে ১২শ শ্রেণিঃ  ৩৩%

খ) সকল মেয়াদের সবগুলি শ্রেণি পরীক্ষা ও মেয়াদী পরীক্ষার নম্বর যোগ করে বার্ষিক ফলাফল নির্ধারণ করা হয়। সুতরাং প্রতিটি পরীক্ষাই সমান গুরুত্বপূর্ণ।

শৃঙ্খলা সংক্রান্তঃ

ক) লিখিত অনুমি ব্যতীত ছাত্র/ছাত্রীদের কলেজ থেকে বাইরে যাওয়ার কোন নিয়ম নেই।

খ) প্রত্যেক ছাত্র/ছাত্রীর জন্য কলেজ পরিচয়পত্র সংগ্রহ কর ও সাথে রাখা আবশ্যিক। ভর্তির পরপরই স্ট্যাম্প সাইজের দুই কপি অফিসে জমা দিয়ে শ্রেণি শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে পরিচয় পত্র সংগ্রহ করতে হয়।

গ) প্রত্যেক ছাত্র/ছাত্রীর প্রভাতী সমাবেশে অংশগ্রহণ করা আবশ্যিক।

ঘ) কলেজ শৃঙ্খলা পরিপন্থী আচরণের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।